If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.
পঞ্চপঞ্চাশৎ পরিচ্ছেদ
ইলিনা ব্রাউনের এখন ক্লাস নেই।লাইব্রেরীতে বসে আছে একাকী,কিছুটা বিমর্ষ।প্রিন্সিপাল ম্যামের সঙ্গে দেখা করতে গেছিল কাল থেকে কদিনের ছুটির জন্য।এখন মনে হচ্ছে বিয়ের প্রসঙ্গ না তুললেই হতো।উনি বেমালুম অস্বীকার করলেন।তিনি কাউকে কিছু বলেন নি।এখন যদি এসএমকে নিয়ে যায় তাহলে মুখ...
চতুঃপঞ্চাশৎ পরিচ্ছেদ
অনেক দ্বিধা-দ্বন্দ্ব নিয়ে সহেলী কাজে লেগেছিল।মনে মনে ছিল সদাসন্ত্রস্ত,একলা পেয়ে স্যার কিছু করবে নাতো?রাস্তার ধারে বাড়ী চিল্লালি লোকজন ছুটে আসবে।তা হলিও গা-টা কেমন ছমছম করত। স্যার যখন মিঠু বলে ডাকে মনে হয় যেন কত আপন জন।কলেজ থেকে ফিরে তাকে পড়ায়।বাবুলালের ফেরার আশা আর করে...
ত্রিপঞ্চাশৎ পরিচ্ছেদ
সন্তোষ মাইতি দোকানে বসে।পার্টি অফিসে যেতে হবে ছেলে ছোকরা কাউকে নজরে পড়ছে না।রনো যাবার পর কেস্টোর দোকান ওদের ঠেক হয়েছে।ছেলেটা গোয়ার প্রকৃতি ধারে কাছে নিজের বলতে কেউ নেই।চলে যাবে ভাবেন নি।গোবিন্দকে আসতে দেখে ডাকলেন,এই গোবে-এ-এ।
হারু সাহা এসে বলল,কেমন আছেন?
আরে আপনি?সেজে...
ঊনপঞ্চাশতি পরিচ্ছেদ
কলেজ ছুটির পর বাড়ি ফেরার কথা মনে হতে অধ্যাপক সান্যালের ক্লান্ত মনে হয়।নীলু নেই বাড়ীটা খা-খা করছে।অনিচ্ছাকৃত পায়ে কলেজ প্রাঙ্গণ ছেড়ে বেরোতে হয়।মনে হল কে যেন পিছন থেকে ডাকছে।দাড়িয়ে পিছন ফিরে তাকাতে দেখলেন মি. এসবি মানে তার সহকর্মী সুকান্ত বোস হন্তদন্ত হয়ে আসছেন।কাছে এসে...
সপ্তচত্বারিংশতি পরিচ্ছেদ
যতদিন আমি আছি খাওয়া-পরা নিয়ে চিন্তা করতে হবেনা।কথাটা নিয়ে মনে মনে নাড়াচাড়া করতে করতে সহেলীর চোখ ঝাপসা হয়ে এল।মনে পড়ল বাবুলালের কথা নিরুদ্দেশ হবার আগে এই বস্তিতে সে ছিল রাণীর মত।সবাই তাকে ভয় করতো, পাপ নজর নিয়ে তাকাতে সাহস করত না।বস্তিতে ফিরে এসেছি শুনলে সনাতন তাকে ছিড়ে...
চতুঃচত্বারিংশতি পরিচ্ছেদ
হি ইজ ভেরি হ্যাণ্ডসাম,এনজয়।রান্না করতে করতে মি গাঙ্গুলীর কথাটা মনে আন্দোলিত হতে থাকে।ইলিনা ব্রাউনের ঠোটে হাসির ঝিলিক খেলে যায়।হ্যাণ্ডসাম নো ডাউট কিন্তু ককটা কেমন হতে পারে ভেবে কপালে ভাজ পড়ে।যাইহোক এখন মেনে নিতে হবে।রান্না ওবেলা করাই ছিল এখন কেবল মাংস করতে হবে।আজ...